বৃদ্ধাশ্রম

দ্রুততার সঙ্গে নিজের হাতের বাকি কাজগুলো সারছিল অনির্বান | আজ রাত্রের ফ্লাইট, তার আগে গুছিয়ে নেওয়ার পালা, জিনিসপত্রগুলো আর সাথে মনটাও | বাবা মারা গেছেন মাত্র দিন কুড়ি আগে, কিছুতেই মানতে পারছে না সেটা অনির্বান | মা মারা গেছে যখন তখন অনির্বান ছোট-ই বলা চলে, বাবাই সব, একমাত্র দিদি বিয়ের পর থেকেই বাইরে, সেও কাল ফিরে গেল | জিনিসপত্র গোছাতে গোছাতেই হাতে পড়ল ডায়েরিটা | বাবা বরাবর ডায়রি লিখতেন, তবে কারও সে ডায়েরিতে হাত দেবার অনুমতি ছিল না | অন্যমনস্ক ভাবেই ডায়েরি উল্টে দেখল অনির্বান, পড়তে লাগল, পড়তে পড়তে নেশা লেগে গেল যেন, ঘড়ির কাঁটা কতদূর ঘুরছে কোন খেয়ালই নেই | চোখ আটকাল বেশ কিছুক্ষন পর |

**************

জন্মের আগেই দাদু মারা যায়, ঠাকুমা তো কবেই মারা গেছেন, শুধু গল্প শুনেছিল ও | দিদিভাই দাদুকে বেশ খানিকটা সময় পেয়েছিল | দিদিভাই বাবার কাছে গল্প শুনেছিল দাদুর | দাদুকে পায়নি বলে আক্ষেপও খুব অনির্বানের, এমন একজন মানুষকে ও পেল না | দাদু আঁকতেন, লিখতেন এবং খুব সুন্দর কথা বলতেন, আদ্যোপান্ত রসিক আর গুনের মানুষ বলে যাকে আর কী | তো, ডায়েরিটা বাবা আর দাদুর সম্পর্কের একটা সমীকরণেরই আভাস ছিল | এত কিছু তো অনির্বান জানতোই না | বাবা দাদুকে নিজের সুবিধার্থে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিলেন, দাদুর কোন কথা শোনেননি | দাদুর অনিচ্ছা সত্ত্বেও জোর করে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বাবা | দাদু তখন মানসিক ভাবে খুব ভেঙে পড়েন, বাবার প্রতি স্নেহ বশত স্বাভাবিক ভাবেই অনেক অভিমানও জমে ছিল মানুষটার | বাবা যখন বুঝেছিল তখন অনেকে দেরী হয়ে গেছে | বাবার বুঝতে বুঝতেই মানুষটা আর নেই, শুধু একটা চিঠি বাবার উদ্দেশ্যে রেখে গেছল দাদু, যার সারমর্ম এই যে -যদি বাবার সন্তান এই একই ব্যবহার করে, সেদিনই বাবা বুঝতে পারবে তার ভুলটা |…

ডায়েরিটা বন্ধ করল অনির্বান | একটা ডায়েরির পাতার কয়েকটা শব্দ যেন চোখে আঙ্গুল দিয়ে আরও একবার দেখিয়ে দিয়ে গেল নিজেদের শিক্ষাকে | একই ঘটনার পুনরাবৃত্তি চলতেই থাকে, এখানে দোষী কে? কোন প্রজন্মের ঘাড়ে চাপবে দোষটা?

বৃদ্ধাশ্রমের ১২ নম্বর ঘরে তখনও অনির্বানের বাবার ছবিটা রাখা, ওটা তখনও গোছানো হয়নি | এত গোছগাছের পর মনটা আরও একবার অগোছালো হলো, আরও একজনের |

তুলিকা রায়ের কলমে দুটি ভিন্ন স্বাদের সেরা উপন্যাস একসাথে মাত্র ৯৯/- টাকায় -

Share with

এরকম আরো কিছু গল্প

চুপকথা

।।১।।   “কি রে মা ,তখন থেকে বসে আছিস খাবারটা নিয়ে? ক’টা বাজে খেয়াল আছে?” “কি প্রবলেম মা? কতদিন পর বাড়ি ফিরলাম, ছুটির দিন, সবসময় এত

Read More »

ভালোবাসিনি

।।১।। ফুলপিসির বিয়েতে তোমার পরা ময়ূরকন্ঠী রঙের বেনারসীর কথাটা মনে পড়ে? মাথায় জুঁই-এর মালাটার সুবাসে আর মোহময়ী রঙে তোমায় বড় অন্যরকম লাগছিল । খুব ইচ্ছে

Read More »

অনুতাপ

||১|| -“কখন মারা গেছে কেউ তো জানতেই পারেনি, মনে হচ্ছে মাঝ রাতেই, গায়ে তো পিঁপড়েও হয়ে গিয়েছিল |” -“হ্যাঁ, একাই তো থাকতো, কী আর হবে?

Read More »

আজও ভালবাসি

বাজার থেকে ফিরে ব্যাগ মাটিতে নামিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে সোফায় বসলেন নিরুপমা দেবী | বয়স হচ্ছে তো, সামনের ভাদ্র-এ ৫৫-এ পড়বেন | গাছ গুলোয় জল

Read More »

মালিনী

||১|| শেষ যখন বাড়ি ছেড়ে গিয়েছিলাম, টবগুলো ফুল সমেত ঝলমল করতো, ফুলের টবগুলো আজ আর নেই | অনেকদিন পর এলাম তো, অনেকটাই পাল্টে গেছে |

Read More »

মা

পুরোনো পৈতৃক বাড়িটা প্রোমোটারের হাতে তুলে দেওয়া হবে খুব শিগগিরি, তার আগে চূড়ান্ত ব্যস্ততা, আর জিনিসপত্র গোছগাছ চলছিল | পৈতৃক বাড়িটা শ্যামবাজারে | মা মারা

Read More »

Share with